তীব্র তাপদাহে পথচারীরা পাচ্ছেন বিনামূল্যে ফলের জুস

Passenger Voice    |    ০৬:০৪ পিএম, ২০২৪-০৪-২৭


তীব্র তাপদাহে পথচারীরা পাচ্ছেন বিনামূল্যে ফলের জুস

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিনামূল্যে পথচারীদের খাওয়ানো হচ্ছে ঠান্ডা ফলের জুস। তীব্র তাপদাহে পথচারীদের একটু স্বস্তি দিতে ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন স্থানীয় শ্রমিক নেতা লায়ন মো. ইমাম হোসেন।

আজ শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষের মাঝে এই ফলের জুস বিতরণ করা হয়।

কামাল নামের এক দিনমজুর বলেন, বাড়িতে ফ্রিজ নাই, তাই ঠান্ডা পানিও খাইতে পারি না। রোদের মধ্যে বাইরে ভ্যান চালাই। বিনামূল্যে ঠান্ডা শরবত পেয়ে আমরা গরিব মানুষ খুশি। প্রচন্ড তৃষ্ণায় এই ফলের শরবত খুব ভালো লাগল।

পথচারী সুলতানা বেগম বলেন, গরমের মধ্যে রাস্তায় চলাচল করতে খুব কষ্ট হচ্ছিল। এই ঠান্ডা শরবত খেয়ে গরমের মধ্যে শরীরে স্বস্তি ফিরে এলো।

শ্রমিক নেতা মো. ইমাম বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় তীব্র গরমের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তাই তৃষ্ণার্থ এসব মানুষের কথা ভেবে কয়েকটি পয়েন্টে শরবত বিতরণ করা হচ্ছে।

মো. ইমাম আরও বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে যার যার সামর্থ অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

সর্বস্তরের মানুষের মাঝে বিতরণ করা এই জুস তৈরিতে ব্যবহার করা হয়েছে আপেল, তরমুজ, আনারস, কলা, লেবু, এসএমসির জুস, তোকমা, লেবু ও ইসাবগুলের ভূষি।

এ সময় শ্রমিক নেতা সরোয়ার হোসেন, ব্যবসায়ী ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্যা.ভ/ত